HOME MADE FOOD JOINTS

HOME MADE FOOD JOINTS

আগের ব্লগে লকডাউনের মধ্যে গোটা পনেরো রেস্তোরাঁর সন্ধান দেবার পর অনেকগুলো আবদার অনুরোধ যা-ই বলুন আসলো মেসেজে। এখন তো লকডাউন প্রায় উঠে গিয়ে আনলকের প্রথম পর্যায় চলছে, অনেক অফিস কাছারি খুলে গেছে। আবার সেই কাজের চাপ, রাত করে বাড়ি ফেরা, আবার ভোরবেলা উঠেই দৌড়ানো। এত কিছুর মাঝে আবার রান্নার ঝক্কি পোহাতে ভালো লাগে নাকি কারো!!! তাই আবদারটা ছিল, কিছু home made food এর খোঁজ দেওয়া, যারা স্বাস্থ্যবিধি মেনে কম খরচে সুস্বাদু খাবার বাড়িতে দিয়ে যাবে। রেস্তোরাঁর খাবার এক আধদিন ঠিক আছে, কিন্তু রোজ রোজ খেলে মাসের অর্ধেক যেতে না যেতেই বাকি মাসের খাবার টাকা থাকবে না। তাই জন্য দিন দশেক সময় নিয়ে এদিক ওদিক ফোন মেসেজ করে দশটার মত জায়গা খুঁজে পেয়েছি যারা এই করোনার প্রকোপের সময়ে বাড়িতে খাবার বানিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছেন। চলুন তাহলে শুরু করা যাক, বিশেষ কিছু লেখার নেই এখানে শুধু নাম, এলাকা , ফোন নম্বর আর মেনুই দেবার চেষ্টা করলাম। এরমধ্যে মাত্র দু-জায়গার খাবার চেখে দেখার সুযোগ হয়েছিল, ভবিষ্যতে যদি আরো হয় লিখে জানাবো। 
1. Neel-Sima's Kitchen:
Location: Nabagram Jhil Road, Garia Station
fssai Lic no.: 22819017001896
Operational Time: 12noon to 10 p.m.
Operational Area: Around Garia Station, Baghajatin, Panchayasar, Garia, Briji, Mukundapur (No Delivery Charges)
Contact: 6291728724 / 6290852356 / 9748863170
Menu at a glance: Lunchbox, Veg & Non Veg add ons, starters, mughlai, chinese etc.
Special attraction chicken pizza @ ₹70.
Click here for facebook page link
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।
2. Home Made Food by Rajiv Khoshla


Location: Near Ruby General Hospital
Operational Time: 10a.m to 10 p.m.
Operational Area: 8-10 k.m radius from Ruby General Hospital (gariahat, ballygunj, salt lake, mukundapur, baghajatin etc)
Contact: 9874448502
Menu at a glance: snacks/ starters, indian curries veg & non veg, chinese, thalis, combos, desserts
Special attraction: Biriyani, Momo, Kichuri Platter
Click here to visit Rajiv Khoshla's profile
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।Rajiv Khoshla র Home Made Food নিয়ে এটুকু বলতে পারি যে, খুব অল্প থেকে শুরু করে কাস্টমারদের খুশি করে আজ উনি বিরিয়ানি, চিকেন চাপ থেকে শুরু করে মোমো, ফ্রাইড চিকেন, ফিস ফ্রাই প্রভৃতি বানাচ্ছেন। খুব শিগগিরই কাপকেক ও আসতে চলেছে।
3. Barir Kitchen:
Location: Saltlake area
Operational Time: 10 a.m to 10 p.m
Operational Area: Salt Lake, New Town, Ultadanga
Contact: 8697036461
Menu at a glance: Office Lunch Thali(veg, egg, chicken, mutton all are available),  Breakfast Menu.
Special Attraction: Biriyani, Chingrir Malaicurry, Aloo Posto etc..
Click here to visit the facebook page
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।


4. Paros Delivery:
Location: Kasba
Operational Time: 8 a.m. to 4 a.m.(yes till 4 a.m. not p.m.). আপনি চাইলে মাঝরাতেও অর্ডার করতে পারেন।
Operational Area: 6-8km radius from Kasba
Contact: 8478009300
Menu at a glance: All Home Made Bengali Cuisine, Biriyani
Special Attraction: Biriyani, Chana Masala, Daal Tarka, Authentic Bengali Chicken Curry etc..
Click here to visit the facebook profile
সৌভাগ্যক্রমে আমার ওনাদের খাবার চেখে দেখার সুযোগ হয়, তার বিস্তারিত বিবরণের link: Click here to read the reviewমেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।
5. FoodforU(F4U):
Location: Prince Anwar Shah Road
Operational Time: 11 a.m to 3 p.m (Monday Closed) Order one day advance. Minimum order ₹300.
Operational Area: Jadavpur, Jodhpur Park, Lake Gardens, Prince Anwar shah Road, Tollygunj, Golf Green, Golpark, Southern Avenue, Hindustan Park, Triangular Park.
Contact: 8017996766
Menu at a glance: weekly package meals, veg, nonveg lunch dinner.
Special Attraction: Biriyani, Polau, Methi Murg, Pasta etc.
Facebook page link: Click here to visit facebook page
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, দীর্ঘ ছয় বছরেরও বেশী সময় ধরে সুনামের সাথে ওনারা মানুষকে খাইয়ে আসছেন।
6. Gourmet Rasoi by Runu Dugar:
Location: Ballygunj Area
Operational Time: 11 a.m to 8 p.m (Order one day in advance)
Operational Area: Ballygunj Circular Road,  Lansdown etc.
Contact: 8420415803
Menu at a glance: Plain Thali, Rajasthani Thali, Punjabi Thali, Jain Thali, Gujrati Thali, Bengali Thali, Combos etc.
Special Attraction: Pure Veg Food available here, Italian Thali, Cakes etc.
Facebook page link: Click here to visit the facebook page
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।




7. Banerjee's Kitchen:
Location: Dhakuria Station
Operational Time: 8am to 10pm
Operational Area: Jadavpur, Dhakuria, Golpark
Contact: 98310 38710
Menu at a glance: All typ of Bengali food. For Al-A-Carte dishes please order 72hours before. 
Special Attraction: slow cooked mutton, bhetki paturi, ilish bhape
Click here to visit facebook page
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো। এখানে একটু বলে রাখা ভালো, ওনাদের Al - A Carte মেনুতে যা আছে সেটা এখানে যে কজনের নাম বলেছি তাদের মধ্যে সব থেকে বেশি। তবে এর জন্য আপনাকে তিন দিন আগে অর্ডার করতে হবে। 






8. Bong Bhukkad's Cookhouse:
Location: Baghajatin Area
Operational Time: 9 a.m. to 9p.m.
Operational Area: All over Kolkata,but specifically South Kolkata has Budget friendly Delivery Charges.
Contact: 85830 35627
Menu at a glance:  Healthy Meals(diet friendly),Normal Meals,Sinful Meals, Thalis etc.
Special Attraction: Cheese Burst Pizza, Chicken Bun, Chocolate Cookies etc.
Facebook page link: Click here to visit the facebook page
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।এখানে চাইলেই আপনি continental dishes এর একটা ভালো variety এখানে পেয়ে যেতে পারেন।




9. Hotpot Tiffin Services:
Location: Kalindi, Dumdum
Operational Time: Order placement for lunch closes by 10am in the morning and for dinner by 6pm in the evening.
Operational Area: In and around Kalindi, Laketown and Bangur area.
Contact: 9903821459 / 7044638401
Menu at a glance:  Serve freshly prepared home cooked pure vegetarian food.
Special Attraction: Rajasthani kaddi, Gitta,  Jhal Farezi, veg biriyani etc.
 Click here to visit the facebook page
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো।
10. Swastika by Tapasi Sengupta:
Location: Fern Road
Operational Time: Order placement for lunch closes by 8.30am in the morning and for dinner by 6pm in the evening.
Operational Area: In and around Ballygunj area.
Contact: 9831797277
Menu at a glance:  veg and non veg thalis.
Special Attraction: wide variety of fishes.
মেনুর বিস্তারিত বিবরণ ছবিতে দেওয়া হলো। 
শহরের অলিতে গলিতে আরো অনেক home made food joints  আছে, যারা ঘরের খাবারের স্বাদ আর গুনগত মান বজায় রেখে delivery অবধি পুরোটাই করে থাকেন। আপনাদের জানা শোনা কেউ থাকলে বা কেউ নিজে এই home made food delivery র ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা আমাকে জানাতে পারেন, আপনাদের সমস্ত তথ্য আমি ব্লগে আপডেট করে দেব। 

**Menu and Pictures are taken from the facebook pages of the respective food joints.

Comments

Popular Posts